কলকাতার পাঁচটি বড় প্যান্ডেল যার ওপর খরচ করা হয়েছে কোটি কোটি টাকা

কলকাতার দুর্গাপূজা মানে বিশ্বসেরা। পুরো শহরে 5 হাজারেরও বেশি পূজা প্যান্ডাল তৈরি হয়েছে। বিশেষ করে শহরের অধিকাংশ প্যাল্ডেল তাদের অনন্য থিমের কারণে আলোচনায় রয়েছে। পাঁচটি পুজো প্যান্ডেলকে বেঁছে নিয়েছে যা আমরা আমাদের পাঠকদের সামনে উপস্থাপন করছি।
1. মাহিষ্মতীর সাম্রাজ্য: দেশের সবচেয়ে ব্যয়বহুল পূজা প্যান্ডেল

 



বাহুবালী চলচ্চিত্রের ওপর ভিত্তি করে তৈরি প্যান্ডেলটির ওপর প্রায় 10 কোটি টাকা খরচ হয়েছে। বলা হচ্ছে যে এটি দেশের সবচেয়ে ব্যয়বহুল প্যান্ডেল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সার্টিফিকেটও দিয়েছেন। এই প্যান্ডেলটি তৈরি করা হয়ে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে। এই প্যান্ডেলের আলোচনা পুরো দেশ জুড়ে হচ্ছে।
2. পরিবেশ রক্ষা করার বার্তা দিচ্ছে ত্রিধারা প্যান্ডেল



দক্ষিণ কলকাতায় মনোহরপুরকুর রোডে অবস্থিত ত্রিধারা প্যান্ডেলের থিম হলো পরিবেশ দূষণ। এই পূজা প্যান্ডেল মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করছে।
3. বাগবাজার সার্বজনীর ঐতিহ্যবাহী পূজা প্যান্ডেল
বাগবাজার সার্বজনীন উত্তর কলকাতার সবচেয়ে বড় পূজার আয়োজকদের মধ্যে একটি। এবার এখানে ঐতিহ্যর সাথে পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে।
4. দেশপ্রিয় পার্কে তৈরি করা হয়েছে হোয়াইট প্যালেস প্যান্ডেল
গত দু বছর দেশপ্রিয় পার্ক পূজা কমিটি তাদের দুর্গা প্রতিমা নিয়ে আলোচনায় ছিল। প্রায় 40 ফুট উঁচু দুর্গা প্রতিমা দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। তবে পরিস্হিতি খারাপ হয়ে যাওয়ার কারণে প্রতিমা দর্শন বন্ধ করে দেওয়া হয়। এই বছর থিম হলো থাইন্যান্ডের হোয়াইট প্যালেস এই প্যান্ডেলটি খুব আকর্ষণীয়।



5. বাকিংহাম প্যালেস প্যান্ডেলে দেবী দুর্গা পড়েছেন 6.5 কোটি টাকার শাড়ি
সন্তোষ মিত্র স্কয়ারের থিম হলো বাকিংহাম প্যালেস এখানে দেবী দুর্গাকে 6.5 কোটি টাকার শাড়ি পড়ানো হয়েছে। কারিগরেরা সুন্দর এম্ব্রোয়ডারী করে তৈরি করেছে। তার সাথে শাড়িতে বিভিন্ন ধরনের রত্ন লাগানো হয়েছে।

@ 



 


Powered by Blogger.